Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২২

জেডিপিসি

 

২১.০  পরিচিতি:

বিশ্ববাজারে পাট এবং প্রচলিত পাটপণ্যের অপেক্ষাকৃত কম চাহিদা ও মূল্য হ্রাস, কৃত্রিম তন্তু এবং বিভিন্ন স্বল্প মূল্যের সিনথেটিক দ্রব্যের ব্যাপক আর্বিভাবের ফলে বাংলাদেশের পাট শিল্প এক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার লক্ষ্যে প্রচলিত পাটপণ্য সামগ্রীর পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধিকল্পে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে দেশের এবং আন্তর্জাতিক বাজারের চাহিদামাফিক উচ্চমূল্য সংযোজিত উন্নতমানের বহুমুখী পাটপণ্য সামগ্রী উৎপাদনের শিল্প স্থাপন ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষে ২০০২ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ইউরোপীয় কমিশনের অর্থায়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) স্থাপিত হয়। পাট ও পাটের সাথে অন্যান্য প্রাকৃতিক তন্তু সংমিশ্রণে দেশে ও বিদেশে উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উন্নত মানের পাটপণ্য সামগ্রী উৎপাদনের ব্যবস্থা করে বাংলাদেশের অর্থনীতিতে পাটের গৌরব উজ্জল অবদান পুনরুদ্ধার ও পুনরুজীবন করাই জেডিপিসি’র মুখ্য উদ্দেশ্য। জেডিপিসি জন্মলগ্ন থেকে উন্নতমানের এবং উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য সামগ্রী উৎপাদনের জন্য বেসরকারি উদ্যোক্তাদেরকে প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বিনিয়োগ মূলধনের ব্যবস্থা, প্রযুক্তি সরবরাহ ও প্রয়োগ এবং বাজারজাতকরণসহ সর্বপ্রকার সম্প্রসারণমূলক কাজে সহযোগিতা প্রদান করছে। এ ছাড়া শিল্প উদ্যোক্তাদেরকে তুলনামূলক সহজ শর্তে বিনিয়োগ মূলধন সরবরাহ করার লক্ষ্যে দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহের সাথে যোগসূত্র স্থাপন করে।

বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার বৃদ্ধির কার্যক্রম অধিকতর বেগবান, সর্বত্র সম্প্রসারণ এবং জাতীয় প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখাসহ বৃহত্তর পরিসরে কর্মপরিকল্পনা গ্রহণ করে স্থায়ী কাঠামোর অধীনে পরিচালিত হওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় জেডিপিসি’র কার্যক্রমের ধারবাহিকতা অব্যহত রাখার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক গত ০২ জানুয়ারি ২০১৮ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন মোতাবেক বিদ্যমান ব্যবস্থায় জেডিপিসির কার্যক্রম চলমান রয়েছে।

জেডিপিসি’র প্রধান কার্যালয় অফিস ১৪৫ মনিপুরী পাড়া, তেজগাঁও, ঢাকায় অবস্থিত। পাটপণ্য বহুমুখীকরণ প্রক্রিয়া ও কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য দেশের ০৭টি জেলা শহরে বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) স্থাপন করা হয়েছে। সেন্টারগুলো হলো: (১) ঢাকা (২) চট্রগ্রাম (৩) রংপুর (৪) যশোর (৫) টাঙ্গাইল (৬) জামালপুর এবং (৭) রাজশাহী।

জেডিপিসি’র কার্যক্রম দক্ষতা ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে পাট শিল্প সম্পৃক্ত অন্যান্য সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও শিল্প সংগঠনের সাথে ইতোমধ্যে সংযোগ স্থাপন ও সমন্বয় সাধন করা হয়েছে। কার্যক্রমের সুবিধার্থে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহের সাথে MoU স্বাক্ষরিত হয়েছে।

(ক)       বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)

(খ)        বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)

(গ)        বাংলাদেশ তাঁত বোর্ড (বাতাঁবো)

(ঘ)        বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)

(ঙ)        British Traidcraft

(চ)        SME Foundation       

 

২১.০১  অর্থায়ন:

জেডিপিসির প্রতিষ্ঠাকালে ইউরোপীয় ইউনিয়ন জেডিপিসি’র জন্য ২০.০০ কোটি টাকা রিভলভিং ফান্ড এবং ৩.০০ কোটি টাকা গ্রান্ট ফান্ড হিসেবে প্রদান করে। ইউরোপীয় ইউনিয়নের পরামর্শক্রমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসিক ব্যাংকের মধ্যে ১৯ এপ্রিল ২০০১ তারিখে স্বাক্ষরিত MOU অনুযায়ী বেসিক ব্যাংক জেডিপিসির ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করছে।

২১.০২ ভিশন: 

পাটের ব্যবহার সম্প্রসারণে পাটপণ্যের বহুমুখীকরণ।

২১.০৩ মিশন:

বহুমুখী পাটপণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরি, নতুন ডিজাইন ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং বাজারজাতকরণ কৌশল উন্নয়নের মাধ্যমে পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণ।

 

২১.০৪ কৌশলগত উদ্দেশ্যেসমূহ (Strategic Objectives):

জেডিপিসির উদ্দেশ্যেসমূহ:

 

(১) বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা;

 

(২)বহুমুখী পাটপণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহযোগিতা;

 

(৩)বহুমুখী পাটপণ্যের ডিজাইন উন্নয়নে গবেষণা;

 

(৪)বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ;

 

(৫)বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে সহায়তা;

 

(৬)বিদ্যমান ক্রমবর্ধমান জনশক্তিকে বহুমুখী পাটপণ্যের সাথে সম্পৃক্ত করে অর্থনৈতিক কর্মকান্ডকে বেগবানকরণ।

 

 

২১.০৫ বাস্তবায়ন (Implementation):

 

 

 

(১)

দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন;

 

 

(২)

দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;

 

 

(৩)

উদ্ভাবন ও অভিযোগ প্রতিকারের মাধ্যমে সেবার মানোন্নয়ন;

 

 

(৪)

তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন;

 

 

(৫)

আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।

         

 

২১.০৬ কার্যাবলি (Functions):

 

(১)        বহুমুখী পাটশিল্পে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ প্রদান;

(২)        বহুমুখী পাটপণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন মেলা, ক্রেতা বিক্রেতা                                                 সম্মেলন ও  বাজার সমীক্ষা ব্যবস্থাকরণ;

(৩)        ডাইভারসিফাইড প্রোডাক্ট উপযোগী পাটপণ্যের ডিজাইন উন্নয়নে গবেষণার জন্য Research &  Development  Institution এর গবেষণাকারীদের সহায়তায় ডিজাইন উন্নয়ণ করে তা বাণিজ্যকিকরণের ব্যবস্থাকরণ;

(৪)    বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতামূলক কর্মশালা/উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন;

(৫)        বহুমুখী পাটশিল্প স্থাপনে বেসরকারী উদ্যোক্তাদের উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য সামগ্রী উৎপাদনে                                                       উদ্ভাবিত প্রযুক্তি সরবরাহ ও সহযোগিতা প্রদান;

(৬)        উদ্যোক্তাদের সহজ ও সুলভ মূল্যে কাঁচামাল প্রাপ্তিতে সহায়তা প্রদান;

(৭)        উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির জন্য লিংকেজ সৃষ্টিতে সহায়তা প্রদান;

 

২১.০৭ পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) এর গুরুত্বপূর্ণ কার্যক্রম:

 

  1. তাঁত গুচ্ছ এলাকা চিহ্নিতকরণ, তাঁতী নির্বাচন এবং তাদেরকে বহুমুখী পাটপণ্য উৎপাদনে উদ্বুদ্ধ ও সম্পৃত্তকরণ;
  2. বহুমুখী পাটপণ্য উৎপাদনে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও উৎকর্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান;
  3. বহুমুখী পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতামূলক কর্মশালা আয়োজন;
  4. বহুমুখী পাটপণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তা চিহ্নিতকরণ;
  5. বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রয়োজন অনুসারে সেবা সম্প্রসারণ, কারিগরি, প্রযুক্তি ও বিপণন সহায়তাসহ প্যাকেজ অব সার্ভিসেস প্রদান;
  6. বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনীর আয়োজন;

 

২১.০৮ জনবল /সাংগঠনিক কাঠামো:

জেডিপিসি’র ব্যবস্থাপনার জন্য একজন নির্বাহী পরিচালক ও তিন জন পরিচালকসহ মোট ৫০ জন সহযোগী কর্মকর্তা/কর্মচারী রয়েছে। জেডিপিসি’র কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে নির্দেশনা প্রদানের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গভর্নিং বডি হিসেবে দায়িত্ব পালন করে।

 

 

২১.০৯ জনবলের বিবরণ:

পদের ক্যাটাগরি

ক্রম

পদের নাম

পদের সংখ্যা

মন্তব্য

(ক) বিশেষজ্ঞ পর্যায় কর্মকর্তা

১.

নির্বাহী পরিচালক

০১ জন

 

২.

পরিচালক (বাজার গবেষণা ও উন্নয়ন)

০১ জন

 

৩.

পরিচালক (বাস্তবায়ন পরিধারণ ও মূল্যায়ন)

০১ জন

 

৪.

পরিচালক (ডিজাইন ও ফ্যাশন)

০১ জন

 

মোট:

০৪ জন

 

(খ) সহযোগী কর্মকর্তা/কর্মচারী

১.

মনিটরিং এন্ড এক্সটেনশন এক্সিকিউটিভ

০১ জন

 

২.

মার্কেট প্রমোশন এক্সিকিউটিভ

০১ জন

 

৩.

সিনিয়র ডিজাইন এন্ড ফ্যাশন এক্সিকিউটিভ

০১ জন

 

৪.

টেকনোলজি রিসার্চ এন্ড ট্রেইনিং এক্সিকিউটিভ

০১ জন

 

৫.

প্রশাসনিক কর্মকর্তা

০১ জন

 

৬.

হিসাব রক্ষণ কর্মকর্তা

০১ জন

 

৭.

লিয়াজো অফিসার

০১ জন

 

৮.

পার্সোনাল অফিসার

০৪ জন

 

৯.

হিসাব সহকারী-তথা-ক্যাশিয়ার

০১ জন

 

১০.

কম্পিউটার ও ডাটা ব্যাংক অপারেটর

০১ জন

 

১১.

গাড়ী চালক

০৪জন

 

১২.

বার্তাবাহক

০২জন

 

১৩.

এমএলএসএস

০৪জন

 

১৪.

ক্লিনার

০১ জন

 

১৫.

মালি

০১ জন

 

মোট:

২৫ জন

 

(গ) বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি)

১.

সেন্টার ইন চার্জ

০৬ জন

 

২.

এক্সটেনশন এ্যান্ড মার্কেটিং এ্যসিস্ট্যান্ট

০৬ জন

 

৩.

এমএলএসএস

০৬ জন

 

মোট:

১৮ জন

 

(ঘ) প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র

১.

ম্যানেজার (অপারেশন)

০১ জন

 

২.

ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং)

০১ জন

 

৩.

সেলস এক্সিকিউটিভ

০১ জন

 

মোট:

০৩ জন

 

                                            মোট (ক+খ+গ+ঘ) জনবল                   =

৫০ জন

 

কর্মরত জনবল মোট=

৪৬ জন

 

 

 

স্টিয়ারিং কমিটি (বোর্ড অব গভর্নরস এর দায়িত্ব পালনকারী )

 

 

১.

সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

-

চেয়ারম্যান

 

 

২.

চেয়ারম্যান, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি), আদমজী কোর্ট, মতিঝিল বা/এ, ঢাকা।

-

সদস্য

 

 

৩.

চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড (বাতাঁবো), বিটিএমসি ভবন, ৭-৯ কাওরান বাজার (৫ম তলা), তেজগাঁও, ঢাকা।

 

সদস্য

 

 

৪.

চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ১৩৭-১৩৮ মতিঝিল বা/এ, ঢাকা।

-

সদস্য

 

 

৫.

অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (পরিকল্পনা), বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

-

সদস্য

 

 

৬.

অতিরিক্ত সচিব (পাট), বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

-

সদস্য

    

 

৭.

মহাপরিচালক, পাট অধিদপ্তর, ৯৯, মতিঝিল বা/এ, করিম চেম্বার ভবন, ঢাকা।

-

সদস্য

 

 

৮.

যুগ্মসচিব (পাট), বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

-

সদস্য

 

 

৯.

শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নীচে নয়)।

-

সদস্য

 

 

১০.

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নীচে নয়)।

-

সদস্য

 

 

১১.

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একজন প্রতিনিধি (সদস্য পদমর্যাদার নীচে নয়)।

-

সদস্য

 

 

১২.

মহাপরিচালক, মনিটরিং সেল, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

-

সদস্য

 

 

১৩.

মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), মানিক মিয়া এ্যাভিনিউ, শের-ই-বাংলা নগর, ঢাকা।

-

সদস্য

 

 

১৪.

পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নীচে নয়)।

-

সদস্য

 

 

১৫.

আইএমইডি’র একজন প্রতিনিধি (মহাপরিচালক পদমর্যাদার নীচে নয়)।

-

সদস্য

 

 

১৬.

ব্যবস্থাপনা পরিচালক, বেসিক ব্যাংক লিমিটেড, সেনা কল্যাণ ভবন (৫ম তলা), ১৯৫ মতিঝিল বা/এ, ঢাকা।

-

সদস্য

 

 

১৭.

চেয়ারম্যান, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ), আদমজী কোর্ট, মতিঝিল বা/এ, ঢাকা।

-

সদস্য

 

 

১৮.

চেয়ারম্যান, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন (বিজেএসএ), ৫৫ পুরানা পল্টন, ঢাকা।

-

সদস্য

 

 

১৯.

দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই), ফেডারেশন ভবন, মতিঝিল বা/এ, ঢাকা এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নীচে নয়)।

-

সদস্য

 

 

২০.

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ৬৫-৬৬ মতিঝিল বা/এ, ঢাকা এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নীচে নয়)।

-

সদস্য

 

 

২১.

জনাব মোঃ রাশেদুল করীম মুন্না, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েশন (প্রাঃ) লিঃ, ঢাকা

-

সদস্য

 

 

২২.

মিসেস কোহিনুর ইয়াছমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ‘তরঙ্গ’।

-

সদস্য

 

 

২৩.

নির্বাহী পরিচালক,  জেডিপিসি।

-

সদস্য সচিব