Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৩

আবেদন-ও-আপিল-ফরম

১। তথ্যপ্রাপ্তির আবেদন ফরম (পিডিএফ ফাইল

 

২। তথ্যপ্রাপ্তির আপিল ফরম (পিডিএফ ফাইল

 

৩। তথ্যপ্রাপ্তির অভিযোগ ফরম (পিডিএফ ফাইল

 

 

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
(নাম, পদবি, ফোন ও ইমেইল)

০১

তথ্য প্রদান

সেবা প্রত্যাশীদের নিকট হতে সরাসরি কিংবা ই-মেইলে আবেদনপত্র প্রাপ্তির পর যাচিত তথ্য সংরিক্ষত থাকলে তা কাঙ্খিত মাধ্যমে (ডাকযোগে বা ই-মেইলে) তথ্য প্রদান করা হয়; তবে চাহিত তথ্য অন্য শাখা সংশ্লিষ্ট হলে সংশ্লিষ্ট শাখা হতে তথ্য সংগ্রহপূর্বক প্রদান করা।

তথ্য অধিকার আইন, ২০০৯-এ উল্লিখিত নির্ধারিত ফরম

 

তথ্য কমিশনের ওয়েবসাইট www.infocom.gov.bd এবং এ মন্ত্রণালেয়র ওয়েবসাইট www.motj.gov.bd   থেকেও পাওয়া যাবে।

‘তথ্য অধিকার আইন’ অনুসারে পাতাপ্র তি ০২ (দুই) টাকা অথবা প্রকৃত খরচ ট্রেজারি চালানের মাধ্যমে জমা;

 ২. সিডি বা অন্যকোন মাধ্যমে তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রকৃত মূল্য জমা দিতে হবে; এবং

৩. ট্রেজারি চালানের  কোড নং- ১-৩৩০১-০০০১-১৮০৭।

আবেদন প্রাপ্তির ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে এবং তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকলে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে।

জনাব তসলিমা কানিজ নাহিদা 
অতিরিক্ত সচিব (পাট) 

ফোন     :  ৫৫১০০২৩৪;   
মোবাইল : ০১৫৫২৪৬৯৩৮৪ 
ইমেইল  :   tknahida@yahoo.com 

বিকল্প কর্মকর্তা-

জনাব মো: নাসির উদ্দিন 
 সহকারী প্রোগ্রামার (আইসিটি সেল) 

ফোন         :  ৯৫৪৫০১৩; মোবাইল নং: ০১৭২২৬৫৭৯১৩ 
ইমেইল      : nasir.cse18@gmail.com