Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৩

পাট অধিদপ্তর

 

১৫.০ পটভূমি

পাটের ব্যবসা সম্প্রসারণ এবং পাটের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য ১৯৫৩ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের অধীনে প্রথমে জুট বোর্ড গঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের এপ্রিল মাসে জুট বোর্ড বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পাট বিভাগ সৃষ্টি করা হয়। ১৯৭৬ সালে স্বতন্ত্র পাট মন্ত্রণালয় সৃষ্টি হয়। উহার অধীনে সংযুক্ত দপ্তর হিসেবে পাট পরিদপ্তর সৃষ্টি করা হয়। পরবর্তীতে কাঁচাপাট ও পাটজাত পণ্যের মান সার্বিক ও রপ্তানি উপযোগী রাখার জন্য বিশ্ব ব্যাংকের সুপারিশের আলোকে ১৯৭৮ সালে পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর নামে অপর একটি পরিদপ্তর সৃষ্টি করা হয়। ১৯৯২ সালে পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সাবেক ‘পাট পরিদপ্তর’ এবং ‘পাট ও পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর’ একীভূত করে পাট অধিদপ্তর গঠিত হয়। সাবেক পরিদপ্তর দুটির মোট জনবলের সংখ্যা ছিল ৭৯৩জন। নবগঠিত পাট অধিদপ্তরের জনবল নির্ধারণ করা হয় ৪৯৪ জন। সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ১২০ সংখ্যক জনবল পাট অধিদপ্তরের রাজস্বখাতে স্থানান্তরিত হওয়ায় বর্তমানে অনুমোদিত জনবলের সংখ্যা ৬০৪ জন।

১৫.০১ ভিশন ও মিশন

ভিশন :   প্রতিযোগিতা সক্ষম টেকসই পাটখাত প্রতিষ্ঠা

মিশন :  পাটচাষী, পাটকল ও ব্যবসায়ীদেরকে সহায়তা প্রদানের মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও ব্যবসা সম্প্রসারণ।

কৌশলগত উদ্দেশ্যসমূহ :

□   পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি;

□   আইন ও বিধিমালা প্রয়োগ জোরদারকরণ;

□   পাট ও পাটজাত পণ্যের ব্যবসায় সহযোগিতা প্রদান;

□   মানবসম্পদ উন্নয়ন;

□  পাটখাতে বিনিয়োগে সুযোগ সম্প্রসারণ।

 

১৫.০২ জনবল ও আঞ্চলিক অফিস বিন্যাস

রাজস্বখাতে অনুমোদিত জনবল:

গ্রেড

অনুমোদিত পদ

কর্মরত

শূন্য

১-৯

৭৩

৫৫

১৮

১০

৫১

৩৬

১৫

১১-১৬

৪০৮

১১০

২৯৮

১৭-২০

৭২

১৮

৫৪

মোট

৬০৪

২১৯

৩৮৫

                                                                        

আঞ্চলিক/মাঠ পর্যায়ের অফিস বিন্যাস (বিদ্যমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী)

ক্রম

কার্যালয়ের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

সংখ্যা

০১.

আঞ্চলিক কার্যালয়

সহকারী পরিচালক (পাট)

১০ টি

০২.

পাটপণ্য পরীক্ষাগার

সহকারী পরিচালক (পরীক্ষণ)

০৩ টি

০৩.

পাটপণ্য পরিদর্শন জোন কার্যালয়

সহকারী পরিচালক (পরিদর্শন)

০৫ টি

০৪.

মুখ্য পরিদর্শকের কার্যালয়

মুখ্য পরিদর্শক

৪২ টি

০৫.

পরিদর্শকের কার্যালয়

পরিদর্শক

৭৯ টি

 

 

 

 

১৫.০৩ অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ

 

  1. পাট আইন, ২০১৭ এবং দি জুট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) রুলস, ১৯৬৪ প্রয়োগ ও বাস্তবায়ন;
  2. পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন;
  3. পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ে বিভিন্ন প্রকার লাইসেন্স প্রদান;
  4. পাটখাতের উন্নয়নে সকল প্রকার আইন, বিধি ও নীতিমালা প্রণয়নে সরকারকে সহায়তা প্রদান;
  5. পাট আবাদি জমির পরিমাণ, পাট উৎপাদনের পূর্বাভাস ও পূর্ববর্তী বছরের তুলনামূলক পরিসংখ্যান সংগ্রহ, সংকলন, সরবরাহ ও সংরক্ষণ;
  6. রপ্তানিযোগ্য পাটজাত পণ্যের বাধ্যতামূলক মান পরিদর্শন, পরীক্ষণ ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে পাটকলসমূহকে সহায়তা প্রদান;
  7. রপ্তানিকারক ও পাটকলসহ পাট ও পাটজাত পণ্য ব্যবসায়িদের কর্মকান্ড পর্যবেক্ষণ, বাজার পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সরকারকে অবহিতকরণ;
  8. মানব সম্পদ উন্নয়নে কর্মকর্ত/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান; এবং
  9. প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল জাতের পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ, পাট চাষিদেরকে প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণ;